মিফতাদুল ইসলাম, রিপোর্টার, রামপাল, বাগেরহাট।
প্রতি সপ্তাহের ন্যায় আজ বৃহস্পতিবার বাদ মাগরিব ফুরফুরা শরীফের খলিফা, পীরে কামেল শাহসূফী হযরত মাওলানা আব্দুল খালেক (রহঃ) কর্তৃক প্রতিষ্ঠিত বর্ণি-ছায়রাবাদ খানকা-ই-সিদ্দিকীয়ায় দেশের সার্বিক পরিস্থিতি ও সম্প্রতিকালে খুলনা নির্বাসী মোঃ কালিমুল্লাহ লস্কর এবং বর্ণি-ছায়রাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক আব্দুল মজিদ স্যারের ইন্তিকালে এ বিশেষ দোয়া মুনাজত অনুষ্ঠিত হচ্ছে।
দোয়া মুনাজাত পরিচালনা করবেন-খানকায়ে সিদ্দিকীয়ার পরিচালক আলহাজ্ব সূফী কাজী মোঃ হেমায়েতুল ইসলাম, অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন-শাহসুফী মোঃ সাইফুল ইসলাম এবং খানকা-ই-সিদ্দিকীয়ার প্রধান মুহতামিম আলহাজ্ব হাফেজ-ক্কারী শাহসূফী মোঃ খাইরুল ইসলাম। সকলকে স্ব স্ব স্থান থেকে দোয়ায় শরিক খাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
Add Comment