মিশারুল ইসলাম, স্টাফ রিপোর্টার :
আগামীকাল ১০.০৭.২০২১ শনিবার রাত ৯.৩০ মিনিটে আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান সেন্টার ফর হিউম্যান রাইট্স মুভমেন্ট এবং লায়নস ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন (ডিস্টিক ৩১৫ বি৩) যৌথ ব্যবস্থাপনায় পথচারীদের জন্য রান্না করা খাবার বিতরণ করা হবে।
অনলাইনে সংযুক্ত থাকবে বহু আইন গ্রন্থের লেখক এডভোকেট আলহাজ্ব ড. গাজী সিরাজুল ইসলাম, পিএমজেএফ এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রখ্যাত আইনজীবী, মানবাধিকার প্রতিষ্টান সেন্টার ফর হিউম্যান রাইট্স মুভমেন্ট-এর চেয়ারম্যান লায়ন ড. মোঃ জিয়াউর রহমান এবং লায়নস ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন (ডিস্টিক ৩১৫ বি৩) প্রেসিডেন্ট, খান আকতারুজ্জামান, এমজেএফ, সেন্টার ফর হিউম্যান রাইট্স মুভমেন্ট-এর নির্বাহী প্রধান আলহাজ্ব ড. মোঃ মোজাহেদুল ইসলাম মুজাহিদ, নারীনেত্রী সংস্থার ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা, লায়ন জিএম হাফিজুর রহমান-ডিস্টিক ৩১৫ এ-১, সেন্টার ফর হিউম্যান রাইট্স মুভমেন্ট-এর ঢাকা উত্তর ও দক্ষিণের প্রেসিডেন্ট মহোদয়গণ, সংস্থার লাইফ মেম্বর এডভোকেট মোঃ মিজানুর রহমান, সংস্থার যুগ্ম মহাসচিব এম.এম. মিজানুর রহমান, রেজাউল করিম সাগর, মোঃ মোজাম্মেল হক নাঈম, মনিরুজ্জামান বাবু এবং সেভ্ দ্যা স্টীট পিউপিল ফাউন্ডেশনের চেয়ারম্যান নবাব সালেহ আহমেদ, লিও ক্লাব সেক্রেটারী লিও ইঞ্জিনিয়র শারমিন সুলতানা, লিও সাংবাদিক মিশারুল ইসলাম, সাংবাবিদ ডিজে সোহাগ উপস্থিত থেকে রান্না করা খাবার বিতরণ করবেন।
ইতোমধ্যে আইন শৃংঙ্খলা বাহিনীর অনুমতি প্রাপ্তির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য সার্টডাউনের প্রথম দিন একই রূপ খাদ্য বিতরণ কর্মসূচী গ্রহণ করা হয়েছিল।
Add Comment