রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সোমবার রাতে নির্বাচন কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান। তিনি বলেন, সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সরকারি প্রজ্ঞাপনের ভিত্তিতে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার ও নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।
Add Comment