ইউক্রেনের রাজধানী কিয়েভ ছাড়তে মরিয়া মানুষ। ধীরে ধীরে সড়কগুলো ব্লক হয়ে যাচ্ছে। তাই ভরসা ট্রেন। এই মুহূর্তে মানুষ ভিড় করেছের রেল স্টেশনে। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় আমি স্টেশনে আসি। দুপুর আড়াইটার ট্রেনে উঠার জন্য ইতোমধ্যে স্টেশনে লাখো মানুষ জড়ো হয়েছেন। কিয়েভ থেকে মানবজমিনকে এমনটাই বলেন মইন আহমেদ।
তিনি বলেন, দু’দিন থেকে ঘুম নেই। গতকাল রাতে শেষ খেয়েছি।
এরপর সব দোকান বন্ধ। আমরা জীবন নিয়ে বাঁচার জন্য এখন কিয়েভ ছেড়ে লিবিবে যাচ্ছি। সেখান থেকে পোল্যান্ডে যাবো। এখন ট্রেনে উঠতে পারার চ্যালেঞ্জ। সরকার ট্রেন, ট্রাম সব বিনামূল্যে চলাচলের ঘোষণা দিয়েছে। আর ট্রেনে উঠতে না পারলে কি করব তাই ভাবছি। এখন পর্যন্ত খাওয়ার কোন ব্যবস্থা করতে পারিনি। আবার ট্রাক্সিতে ভাড়া চাচ্ছে ৩০০ থেকে ৫০০ ডলার। এতো ডলারও সঙ্গে নেই।
মইন আহমেদ বাংলাদেশি শিক্ষার্থী। তিনি কিয়েভের যাইতোমার পলিটেকনিক্যাল স্টেট ইউনির্ভাসিটিতে অধ্যয়নরত। তারা এখন একসঙ্গে তিনজন বাংলাদেশি রয়েছেন। মইন বলেন, স্টেশনে আসার সময় দেখেছি ধোয়া। ভয় এবং শঙ্কায় আছেন পুরো কিয়েভের মানুষ।
Add Comment