 মাহফুজুর রহমান, স্টাফ রিপোর্টর।।
মাহফুজুর রহমান, স্টাফ রিপোর্টর।।
বাইপাস অপারেশনের পর সুস্থ আছেন বাগেরহাট জেলার রামপাল থানার ১নং গৌরম্ভা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গিয়াসউদ্দিন গাজী। বতমানে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন। তিনি হঠাৎ হৃদয়রোগে আক্রান্ত হয়ে খুলনা থেকে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে চিকিৎসা শেষে ইউনাইটেড হাসপাতালে তার ওপেনহার্ট সার্জারী হয়।  তিনি বাগেরহাট জেলার রামপাল থানার ১নং গৌরম্ভা ইউনিয়নের সকল অধিবাসীসহ দেশবাসী নিকট দোয়া কামনা করেছেন।। ইতোমধ্যে রামপালের সুধীজন তাঁর রোগমুক্তি ও সার্বিক খোঁজ খবর নিতে ইউনাইটেড হাসপাতালে উপস্থিত হন।
তিনি বাগেরহাট জেলার রামপাল থানার ১নং গৌরম্ভা ইউনিয়নের সকল অধিবাসীসহ দেশবাসী নিকট দোয়া কামনা করেছেন।। ইতোমধ্যে রামপালের সুধীজন তাঁর রোগমুক্তি ও সার্বিক খোঁজ খবর নিতে ইউনাইটেড হাসপাতালে উপস্থিত হন।
ওপেনহার্ট সার্জারীর পর সুস্থ আছেন ১নং গৌরম্ভা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন গাজী
 
			






 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
			 
			 
			 
			 
			

Add Comment