Templates by BIGtheme NET
ব্রেকিং নিউজ ❯
Home / জাতীয় / সিএইচআরএম নির্বাচন-২০১৯-২০২০ চুড়ান্ত ফলাফল প্রকাশ

সিএইচআরএম নির্বাচন-২০১৯-২০২০ চুড়ান্ত ফলাফল প্রকাশ

নিজস্ব সংবাদদাতা :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত এবং আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান সেন্টার ফর হিউম্যান রাইট্স মুভমেন্ট-এর কার্যনির্বাহী কমিটির ০৬.০৪.২০১৯ তারিখে অনুষ্ঠিত নির্বাচনের চুড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করেন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আন্তর্জাতিক মানবাধিকার ব্যক্তিত্ব প্রফেসর ড. মোহাম্মদ সেলিম ভূইয়া, নির্বাচন কশিনার হিসেবে ছিলেন লেখক, সাংবাদিক, কলামিস্ট সৈয়দ তোশারফ আলী, বাড্ডা ল কলেজের অধ্যক্ষ এডভোকেট আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মোল্লা, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী নেতা এডভোকেট শেখ তাহসিন আলী ও সংস্থার প্রতিষ্ঠাতা মহাসচিব আলহাজ্ব মোঃ মোজাহেদুল ইসলাম মুজাহিদ। এছাড়াও নির্বাচন পরিচালনায় একজন প্রিজাইডং অফিসার, একজন সহ প্রিজাইডিং অফিসার এবং ৭জন পোলিং অফিসার দায়িত্ব পালন করেন। দুপুর ২.০০ থেকে একটানা ৭.৩০ মিনিট পর্যন্ত এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণের পূর্বে সব ব্যালোট পেপার এবং স্বচ্চ বক্স প্রার্থীদের সামনে খুলে দেখানো হয়। নির্বাচন শেষে উপস্থিত প্রার্থীদের সম্মূখে ভোট গননা শুরু হয় এবং ফলাফল প্রদান করা হয়। যাহা বেসরকারীভাবে প্রকাশিত হয়েছিল। প্রধান নির্বাচন কমিশনের আদেশক্রমে অদ্য চুড়ান্ত ফলাফল প্রকাশিত হল::

চেয়ারম্যান পদে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ড. মোঃ জিয়াউর রহমান-১১০, পেয়ে চুড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধি সমাজসেবক, সংগঠক, মানবাধিকার ব্যক্তিত্ব জনাব এস.এম. শিব্বীর আহম্মদ। সংস্থার ভাইস চেয়ারম্যান প্রার্থী৭টি পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে-সামাজিক সংগঠক, নারী নেত্রী আফরোজা সুলতানা প্রাপ্ত ভোট-১৪৮, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মী জনাব এএসএম মাহফুজার রহমান হেলাল-প্রাপ্ত ভোট-১৪৪, কথা সাহিত্যিক মোনালিসা মুন্নীর প্রাপ্ত ভোট-১৪০, বিশিষ্ট স্বনব্যবসায়ী শীতল কৃষ্ণপাল, তার প্রাপ্ত ভোট-১৩০, সিএচআরএমের সেরা মানবাধিকার কর্মী-২০১৮ অধ্যক্ষ মাও. দেলোয়ার হোসেন তালুকদার -১২৪, সামাজিক ব্যক্তিত্ব জাহাঙ্গীর হোসাইন লাবলু-১১৩, এনজিও বিষয়ক উপদেষ্টা আন্তর্জাতিক মানবাধিকার কর্মী জনাব মোঃ আমজাদ হোসেন-১০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সংস্থার মহাসচিব পদে ১২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কাকরাইলের সেরনিয়াবাত পরিবারের সন্তান, শিক্ষানুরাগী, সমাজসেবক জনাব আবদুল শামীম সেরনিয়াবাত তার নিকটতম প্রতিদন্ধি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, আন্তর্জাতিক মানবাধিকার কর্মী জনাব মোঃ আনোয়ার হোসেনে, যুগ্ম মহাসচিব ৮টি পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে ইজাব টিভির চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক এম এম মিজানুর রহমান, প্রাপ্ত ভোট-১৩৫ ভোট, বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার ব্যক্তিত্ব মোঃ  জাহিদুল হক খন্দকার- প্রাপ্ত ভোট-১৩৩, তরুন সমাজসেবী উত্তরবঙ্গের সাহসী মানবাধিকার কর্মী মোঃ মনিরুজ্জামান (বাবু), প্রাপ্ত ভোট-১২৩, দক্ষিণবঙ্গের তারুণ্যের অহংকার মোঃ রেজাউল করিম (সাগর), তার প্রাপ্ত ভোট-১২৩, ত্যাগী মানবাধিকার কর্মী মোজাম্মেল হক নাঈম, তার প্রাপ্ত ভোট-১১৯, সংস্থার জন্য শতভাগ নিবেদিত সমাজসেবক, মানবাধিকার ব্যক্তিত্ব জনাব নবাব ছালেহ আহমেদ, তার প্রাপ্ত ভোট-১১০, সাংস্কৃতিক, মানবিক ব্যক্তিত্ব জনাব মোঃ সাইদুল আলম সাঈদ-তার প্র্রাপ্ত ভোট-১০৯ এবং বীর চট্টলার মানবাধিকার কর্মী জনাব এস.এম.গিয়াস উদ্দিন সম্মাট-৯৭ ভোট পেয়ে চুড়ান্ত নির্বাচিত হয়েছেন।

51600712_2573316789351162_7531890710258122752_n

মানবাধিকার সংস্থা সিএইচআরএমের সাংগঠনিক সম্পাদক ৩টি পদে যথাক্রমে নির্বাচিত হয়েছেন-ত্যাগী মানবাধিকার কর্মী মোঃ ফরহাদ হোসাইন আশিক-প্রাপ্ত ভোট-১৪৬, সাহসী মানবাধিকার কর্মী-মোঃ রফিকুল ইসলাম লিটন , প্রাপ্ত ভোট-১৩১ এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ মাহাবুবুর রহমান-৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অর্থ বিষয়ক সম্পাদক পদে মালিবাগ শাহী মসজিদের সাবেক ক্যাশিয়ার, সমাজসেবক খন্দকার সায়েম-১০০ ভোট পেয়ে চুড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধি জনাব মেধাবীমুখ এডভোকেট মোঃ আল মামুন (মুন),

মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পদে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যবসায়ী হোসেন আহম্মেদ-১০৩ ভোট পেয়ে চুড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধি বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ শেখ; নারী বিষয়ক সম্পাদক পদে নিরাপদ সড়কের কেন্দ্রীয় নেত্রী, শিক্ষানুরাগী ও সমাজসেবিকা আন্জুমান আরা চৌধুরী  (তন্নী)-১০৪ ভোট পেয়ে চুড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি নারী নেত্রী, অন্যায়ের বাঁধাহীন প্রতিবাদী-সৈয়দা পারভীন আখতার; সমাজকল্যাণ সম্পাদক পদে মেঘনা মসজিদের পরিচালক ও সমাজকর্মী জনাব আবু বক্কর সিদ্দিক পলাশ-১০৫ ভোট পেয়ে চুড়ান্তভাবে নিবৃাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্ধি লেখিকা এডভোকেট  রাফিজা রব, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে ত্যাগী স্বাস্থ্যকর্মী মোঃ নিয়াজ উদ্দিন খান-১১৫ ভোট পেয়ে চুড়ান্তভাবে নিবৃাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধি আন্তর্জাতিক মাবাধিকার কর্মী জনাব শাহজাহান (ননী শাহজাহান);

আইন বিষয়ক সম্পাদক পদে বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রৈণীতে প্রথম স্থান অর্জনকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাি এডভোকেট নুসরাত রাহাত কোয়েল এবং তার নিকটতম প্রতিদ্বন্ধি খুলনা বিভাগীয় প্রধান এডভোকেট আমির হামজা; মিডিয়া বিষয়ক সম্পাদক পদে বিশিষ্ট সংগঠক ও সাংবাদিক মোঃ শওকত হোসেন সৈকত-১২০ ভোট পেয়ে চুড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধি বিশিষ্ট ইভেন ম্যানজম্যান্ট ব্যবসায়ী জনাব শেখ ফরিদ দুলাল, ধর্ম বিষয়ক সম্পাদক পদে দেশথ্যাত হাফেজে কোরআন, টিভি-রেডিও উপস্থাপক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব  জনাব আফজাল হোসেন (শোয়াইব)-১০৩ ভোট পেয়ে চুড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধি-টিভি ও মিডিয়ার জনপ্রিয় উপস্থাপক হাফেজ মোঃ মিরাজুল ইসলাম কমারী; কৃষি বিষয়ক সম্পাদক পদে সমাজসেবক, ত্যাগী মানব দরদী জানব আব্দুল হালিম শিকদার-৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধি  বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়র জাহাঙ্গীর কবির;  শিক্ষা বিষয়ক পদে নরসিংদীর কৃতি সন্তান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব রোকনুজ্জামান সরকার-৭৯ ভোট পেয়ে চুড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধি উর্দীয়মান মানবাধিকার কর্মী মোঃ মিজানুর রহমান;

তথ্য বিষয়ক সম্পাদক পদে সর্বাধিক ভোটে মাই টিভি জেলা নিউজ প্রধান রাজিয়া সুলতানা স্মুতি-১২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন; তার নিকটতম প্রতিদ্বন্ধি সিলেটের সাংবাদিক ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলী আহমেদ হৃদয়; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ৩টি  পদে চুড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যাংকার জানব-তার প্রাপ্ত ভোট আব্দুল্লাহ আল পারভেজ- ১৩৯, দুবাইয়ের বাংলাদেশী কমিউনিটির আস্থাভাজন ব্যক্তিত্ব, ইভেনম্যানেজমেন্ট ও সাংস্কৃতিক কর্মী জনাব মোঃ রফিকুল ইসলাম গাজ্জালী-প্রাপ্ত ভোট-১২৪ এবং আন্তজাতিক মানবাধিকার কর্মী মোহাম্মদ ইসলাম তার প্রাপ্ত ভোট-১১৫; জনসংযোগ বিষয়ক সম্পাদক পদে তারুণ্যের অহংকার, সাংবাদিক ও ত্যাগী মানবাধিকার কর্মী জনাব দেওয়ান আরিফুল ইসলাম-১০০ ভোট পেয়ে চুড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন; তার নিকটতম প্রতিদ্বন্ধি অধিকার আদায়ের সোচ্চার মানবাধিকার কর্মী তাহেরা হাসনা সুরভী, আইটি বিষয়ক সম্পাদক পদে স্বশিক্ষিত, নিবেদিত, মানবিক ত্যাগী কর্মী মোঃ ইসরাফিল হোসেন-১০৫ ভোট পেয়ে চুড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধি আইটি বিশেষঞ্জ ইঞ্জিনিয়র আমির আল হোসাইন আল আজামী; দপ্তর বিষয়ক সম্পাদক পদে তরুন উদীয়মান কর্মী মোঃ মিসারুল ইসলাম-১০৪ ভোট পেয়ে চুড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্ধি সমাজকর্মী উচ্চ শিক্ষিতা সাবিনা মুন্নি ;

প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে মাদার ডেইরীর এমডি জনাব মোহাম্মদ হাসান-১০৫ ভোট পেয়ে চুড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধি নতুন প্রজম্নের এ বি পারভেজ; পরিবেশ বিষয়ক সম্পাদক পদে  বিশিষ্ট সংগঠক, আলোচক ও মানবিক ব্যক্তিত্ব জনাব মোঃ আবদুল মতিন-১০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,  উত্তরবঙ্গের কৃতি সন্তান মোঃ সাইফুল ইসলাম; দৃর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক পদে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাকিলুর রহমান সুজন-৯৩ ভোট পেয়ে চুড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধি আল আমিন রনি, শ্রম বিষয়ক সম্পাদক পদে বিশিষ্ট ব্যবসায়ী-মোঃ আনিছুর রহমান-১৪৫ পেয়ে চুড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন; প্রচার ও প্রকাশনায়  সম্পাদক পদে টাইগার নিউজ সম্পাদক ইঞ্জিঃ শারমিন সুলতানা রূমা, ক্রীড়া ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে সাংস্কৃতিক কর্মী মোঃ তারেক নাছরুল্লাহ, শিশু বিষয়ক সম্পাদক পদে সাহসী মানবিক কর্মী মোঃ ফজলুর রহমান মিরাজ;

কার্য নির্বাহী সদস্য ৭টি পদে যথাক্রমে ব্যবসায়ী সৈয়দ আলতাফ হোসেন,  ত্যাগী ও পরিচ্ছন্ন দায়িত্ববান মানবাধিকার কর্মী মোঃ কামরুজ্জামান ভূইয়া, ব্যবসায়ী জিসান আহমেদ সেলিম, আইনজীবী এ কে মাহফুজ মোর্শেদ, সমাজকর্মী মিসেস রতনা ইসলাম, সাংবাদিক মোঃ হারুন উর রশিদ, ব্যবসায়ী মোঃ শাহিন আলী এবং সমাজকর্মী মোঃ জহিরুল ইসলাম চুড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।

 

আদেশক্রমে-

প্রফেসর ড. মোঃ সেলিম ভূইঞা, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন ২০১৯-২০২০

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্ট

এবং

আলহাজ্ব ড. মোজাহেদুল ইসলাম মুজাহিদ, নির্বাচন কমিশনার ও সদস্য সচিব, নির্বাচন ২০১৯-২০২০।

প্রতিষ্ঠাতা মহাসচিব, সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্ট

 

 

About admin

ăn dặm kiểu NhậtResponsive WordPress Themenhà cấp 4 nông thônthời trang trẻ emgiày cao gótshop giày nữdownload wordpress pluginsmẫu biệt thự đẹpepichouseáo sơ mi nữhouse beautiful