সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে উল্লাপাড়া ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, উল্লাপাড়া স্টেশনে ১ নম্বর লাইনে কাজ চলছিল। এজন্য ট্রেনটিকে ২ নম্বরে সিগনাল দেয়া হয়। তবে সিগনাল না মেনে চলন্ত ট্রেনটি ১ নম্বর লাইনে উঠে যায়। পরে লাইন না পেয়ে চলন্ত রংপুর এক্সপ্রেস ট্রেনটি ঘুরে যায়।
এঘটনার পর থেকে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ঘটনার পর থেকে নগরবাড়ি-বগুড়া মহাসড়কেও যান চলাচল বন্ধ রয়েছে।
দুর্ঘটনায় ট্রেনের চালক আহত হয়েছেন।